হাসিনাকে দেশে ফেরাতে বরগুনায় আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে সোমবার দেশ ছেড়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দেশত্যাগের ৬ দিন পর বরগুনা জেলা আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

আজ শনিবার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা, দেশে চলমান সহিংসতার প্রতিবাদ ও একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠ নির্বাচনের দাবিতে এ সমাবেশ করেন।

সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্বাস হোসেন মোল্লা।

শিরোনাম