হাসপাতাল থেকে আর্জেন্টিনার জন্য শুভ কামনা জানিয়েছেন পেলে

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
বিশ্বকাপে ব্রাজিল নেই। দক্ষিণ আমেরিকার পুরো দৃষ্টি এখন আর্জেন্টিনার ওপর। ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে সাও পাওলোর হাসপাতাল থেকে আর্জেন্টিনার জন্য শুভকামনা জানাচ্ছেন। মেসিদের ফাইনাল নিশ্চিত হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করেন পেলে। 
২৯শে নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি আছেন পেলে। মাঝে তার শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। কেমোথেরাপি কাজ করছিল না। সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছেন তিনবারের বিশ্বকাপজয়ী এই মহাতারকা।

পেলেকে সঙ্গ দিচ্ছেন তার মেয়ে কেলি নাসিমেন্তো। ইনস্টাগ্রামে বেশ কয়েকটি স্টোরি শেয়ার করেন তিনি। ব্যাকগ্রাউন্ডে দেখা গেছে টিভিতে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া ম্যাচ দেখছেন পেলে।

শিরোনাম