নোয়াখালী প্রতিনিধিঃ
সাড়ে ৩ বছরের ছেলে মো. মুছাব হাসান এখনো জানে না তার বাবা আর ফিরবে কিনা। স্বামীর সঙ্গে শেষ কথা বলা হলো না স্ত্রী সুলতানা আক্তারের। বাবা আবদুল মতিন ও মা ফাতিমা খাতুন উপার্জনক্ষম সন্তান হারিয়ে শোকে মূর্ছা যাচ্ছেন বার বার।
সন্তান বিনা চিকিৎসায় মৃত্যু বরণ করায় আক্ষেপের শেষ নেই তাদের। এক গুলিতেই শেষ হয়ে যায় ট্রাকচালক মামুনের স্বপ্ন। মামুনকে হারিয়ে দিশাহারা তার পরিবার। মামুন হোসেন (২৮) নোয়াখালী সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের জালিয়াল গ্রামের উল্যাহ ব্যাপারীর বাড়ির আবদুল মতিন ও ফাতিমা খাতুন দম্পতির ছেলে। জানা যায়, মামুন পেশায় ট্রাকচালক। বাবা গাড়িচালক। সে সুবাদে থাকেন ঢাকায়।