স্টাফ রিপোর্টার ঃঃ
মুজিব বর্ষে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সিংগাইর থানা অফিসার ইনচার্জ ও সিংগাইর উপজেলা ক্রীড়া সংস্থা কর্তৃক ২৩-২৬ মার্চ ৩ দিন ব্যাপী হারিয়ে যাওয়া কাবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। (২৩ মার্চ ২০২১) মঙ্গলবার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উক্ত কাবাডি প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন সিংগাইর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আসলাম হোসেন।
এ সময় সিংগাইর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ সহ সিংগাইর উপজেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সভাপতি, সেক্রেটারী ও অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। সিংগাইর পৌরসভা টিম ও বায়রা ইউনিয়ন টিম খেলায় অংশগ্রহণ করেন। খেলা শেষে অফিসার ইনচার্জ সাহেব বিজয়ী সিংগাইর পৌরসভা টিমেকে পুরস্কৃত করেন।