সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
কৃষিপ্রধান দেশ আমাদের বাংলাদশ। আমাদের এই দেশের বিভিন্ন গ্রাম-গঞ্জে কৃষকরা জমি চাষের জন্য ব্যবহার করতেন লাঙ্গল-জোঁয়াল। গরু-মহিষ হাঁকিয়ে লাঙ্গল-জোঁয়াল-মই দিয়ে জমি তৈরি করতেন কৃষকরা। আনন্দ ছিল সে সময়ের দিনগুলো।
কিন্তু বর্তমান সময়ে আধুনিকতার ছোঁয়ায় কালের বিবর্তনে আদিকালের ঐতিহ্য লাঙ্গল-জোঁয়াল হারিয়ে যাচ্ছে। যেন জাদুঘরে ওঠার উপক্রম হয়ে দাঁড়িয়েছে। বর্তমান সময় অত্যাধুনিক পদ্ধতি আবিষ্কৃত হওয়ায় কৃষকরা ঝুঁকে পড়েছেন পাওয়ার টিলার ও ট্রাক্টরসহ অন্যান্য যন্ত্রচালিত জিনিস দিয়ে জমি চাষ করতে।
এরই ধারাবাহিকতায় নওগাঁর সাপাহারে আর চোখে পড়ে না আদিকালের সেই ঐতিহ্য লাঙ্গল-জোঁয়াল। আগে দেখা যেত এলাকার কৃষকরা কাকডাকা ভোরে লাঙ্গল-জোঁয়াল কাঁধে নিয়ে সামনে একজাড়া গরু অথবা মহিষ নিয় মাঠে যেতেন জমি চাষ করতে। ‘আ-হা-হা ডানে যা, বামে যা’- এভাবে গরু অথবা মহিষ তাড়িয়ে মনের সুখে পল্লীগীতি গাইতে গাইতে চাষ করতেন জমি।