হারারে টেস্টে টাইগারদের জয় : মাহমুদুল্লাহর অবসর

 

সংবাদ জমিন, স্পোর্টস ডেস্ক ঃঃ
প্রায় দেড় বছর বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট ম্যাচ জয়ের মঞ্চটা তৈরী করেছিলেন তিনিই। হ্যাঁ টেস্ট ক্রিকেটে ‘বাতিলের খাতা’য় চলে যাওয়া মাহমুদুল্লাহ রিয়াদের অপরাজিত দেড়শ রানের ইনিংসটা না হলে কি আর হারারে টেস্টে প্রথম ইনিংসের বিপর্যয় থেকে সাড়ে চারশ’র বেশী রান পায় বাংলাদেশ।

তার গড়ে দেয়া ভিতের ওপর দাঁড়িয়ে মিরাজ সাকিব দেখালেন ঘূর্নি যাদু। চতুর্থ দিন থেকে পাওয়া জয়ের সুবাস পাওয়া বাংলাদেশ দল জিম্বাবুয়ে সফরে হারারেতে অনুষ্ঠিত একমাত্র টেস্টে পেলো ২২০ রানের বিশাল জয়। ঠিক এই দিনটাতেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। কোনো আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও ম্যাচের পঞ্চম দিন রবিবার সকালে খেলা শুরু হবার আগে সতীর্থদের দেয়া গার্ড অব অনার দেখেই বুঝা গিয়েছে, তিনি আর ক্রিকেটের কুলীন ফরম্যাটে খেলবেননা।

গার্ড অব অনার দেয়ার পর বাংলাদেশের ক্রিকেটাররা জয়ে রিয়াদকে বিদায় জানানোর জন্য জিম্বাবুয়ের ব্যাটারদের ওপর হামলে পড়েন। আর তাতেই আসে রান ব্যবধানে বাংলাদেশ দলের সর্বোচ্চ জয়।

শিরোনাম