অনলাইন ডেস্ক|
হামাসের আকস্মিক হামলা শুরুর পর গত দু’দিনে ছয়শ’র বেশি ইসরায়েলি নিহত হয়েছে। আরও ১০০ জনের বেশি ইসরায়েলিকে বন্দী করেছে প্যালেস্টাইনের সশস্ত্র সংগঠনটি।
তবে ইসরায়েলিদের নিহতের এই সংখ্যা ‘চূড়ান্ত’ নয়। তা আরও বাড়তে পারে। ইসরায়েল-ভিত্তিক ওয়াইনেট নিউজ ও ভারতের এনডিটিভির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী আহত ইসরায়েলিদের সংখ্যা ২,০৪৮। এর মধ্যে ৩৫০ জনের অবস্থা গুরুতর।
গাজার প্যালেস্টাইনি কর্মকর্তারা সংবাদমাধ্যমকে বলেছেন, ইসরায়েলি বিমান হামলায়। কমপক্ষে ৪০০ প্যালেস্টাইনি নিহত হয়েছে। আহত হয়েছেন প্রায় ১,৭০০ জন প্যালেস্টাইনি ।