হাতিয়ার সাবেক সংসদ সদস্য, স্ত্রী ও ছেলেকে কারাগারে প্রেরণ
সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সাবেক সংসদ সদস্য দম্পতি মোহাম্মদ আলী ও আয়েশা ফেরদাউস এবং তাঁদের ছেলে আশীক আলীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরের দিকে থানা-পুলিশ তাঁদের ৫৪ ধারায় আটক দেখিয়ে নথিপত্র হাতিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
আদালতে নথিপত্র উপস্থাপনের আগেই সকালে মোহাম্মদ আলী, তাঁর স্ত্রী আয়েশা ফেরদাউস ও ছেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান আশীক আলীকে পুলিশ ও নৌবাহিনীর একটি বিশেষ দল হাতিয়া থেকে জেলা সদরে নিয়ে আসে। তাঁদের সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় সুধারাম থানায় রাখা হয়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাঁদের কারাগারে পাঠানো হয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ প্রথম আলোকে বলেন, সাবেক দুই সংসদ সদস্য ও তাঁদের ছেলেকে নৌবাহিনী আজ সকালে দাপ্তরিকভাবে হাতিয়া থানায় সোপর্দ করে। এরপর তাঁদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে নথিপত্র হাতিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হয়। ওসি বলেন, নৌবাহিনী তাদের হেফাজতে নেওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা তারা গ্রহণ করেছে।