সংবাদ জমিন রিপোর্ট ঃঃ
চট্টগ্রামের হাটহাজারী থানা ভবনে হামলা, সহকারী কমিশনার (ভূমি) অফিসে ভাঙচুর, ডাকবাংলোয় আগুন দেওয়ার ঘটনায় ছয়টি মামলা হয়েছে। মঙ্গলবার রাতে হাটহাজারী থানায় এসব মামলা হয়। এ ছাড়া পটিয়া থানায় আরো একটি মামলা হয়েছে। এসব মামলায় অজ্ঞাত
আসামী করা হয়েছে প্রায় ২ হাজার বিক্ষোভকারীকে।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) এস এম রশিদুল হক সংবাদ মাধ্যমকে বলেন,মোদি বিরোধী বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া হাটহাজারীর ঘটনায় ছয়টি ও পটিয়ার ঘটনায় একটি মামলা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনে মামলাগুলো হয়েছে। তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হবে।