হাটহাজারীর ইউএনও শহিদুল আলমের উপর মৎস্য শিকারীদের হামলা

 

চট্রগ্রাম প্রতিনিধি ঃঃ
হালদা নদীতে অবৈধ মৎস্য শিকারীদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন চট্টগ্রামের হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম।

বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় হালদা নদীর রাউজান উপজেলার পার্শ্বে মনু মেম্বার বাড়ি সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। এ সময় হামলাকারী মো. লোকমান (৩৮) নামের এক মৎস্য শিকারীকে আটক করা হয়।

পরে অতিরিক্তি পুলিশ নিয়ে অভিযান জোরদার করা হয়। মৎস্য ব্যবসায়ী লোকমানকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৫ দিনের কারাদন্ড দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে।

শিরোনাম