হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের হাটহাজারীতে মাদক সেবনের টাকা চাইতে গিয়ে পরিবারের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে পুত্র জাহেদুল ইসলাম (১৮) এর পিটুনিতে পিতা শাহ আলম (৫০) নামে এক ব্যক্তি খুন হয়েছে। গতকাল বিকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের পশ্চিম মির্জাপুর ২নং ওয়ার্ডের খিল্লাপাড়া নোয়াখালের পাড় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে।
জানা যায়, গতকাল বিকালে নিহত শাহ আলম মাদক সেবন করার জন্য টাকা চাইতে গেলে পরিবারের সঙ্গে কথা কাটাকাটি শুরু করে। এক পর্যায়ে জাহেদুল আলম ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে তার পিতাকে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে সে গুরুতর আহত হয়। উপস্থিত লোকজন জাহেদুল ইসলামকে আটক করে থানা পুলিশকে অবহিত করেন।
এদিকে, আহত অবস্থায় শাহ আলমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক পুত্রকে আটক করে। মির্জাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বারের মৃত্যুর ঘটনা গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, ঘটনার সঙ্গে জড়িত পুত্রকে পুলিশ আটক করেছে।
হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক মো. রফিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জাহেদুল ইসলামকে আটক করা হয়।