হলিউড সিনেমায় ঐশ্বরিয়ার ষষ্ঠবারের পদার্পণ

 

বিনোদন ডেস্ক ঃঃ
বলিউড অভিনেত্রী হওয়া সত্ত্বেও হলিউড সিনেমাতে অভিনয়ের বিষয়টি নতুন নয় সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায় বচ্চনের কাছে। সম্প্রতি শোনা যাচ্ছে, ষষ্ঠবারের মত আবারও হলিউড সিনেমায় কাজ করতে যাচ্ছেন এই অভিনেত্রী।ঐশ্বরিয়া নতুন এই হলিউড প্রজেক্টটিতে কাজ করার জন্য আগ্রহী। বর্তমানে যার কাগজপত্রের প্রক্রিয়া চলছে। সব কিছু ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকে সিনেমাটির ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে ভারতীয় মিডিয়া।হলিউডে মুক্তি প্রাপ্ত ঐশ্বরিয়ার সর্বশেষ সিনেমা ‘দ্য পিংক প্যান্থার টু’। অ্যাকশন ও কমেডি ঘরানার এই ছবিটি মুক্তি পেয়েছিল ২০০৯ সালে।

বর্তমানে বলিউড সিনেমাতে ঐশ্বরিয়ার উপস্থিতি কমে গেলেও সম্প্রতি একটি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেছেন যে, এটা সত্যি যে হিন্দি সিনেমাতে অভিনয়ের বিষয়টি আমি খুব উপভোগ করি এবং আমি যেসব পরিচালকের সাথে কাজ করেছি তারাও অসাধারণ। তবে এটা ঠিক যে কাজের ভিন্নতা ও নিজের কাজের যোগ্যতা প্রমাণের জন্য আমার হলিউডের সিনেমার প্রতি আগ্রহ।

শিরোনাম