হরিরামপুরে মুক্তিযুদ্ধের ভাস্কর্যের শুভ উদ্বোধন করলেন স্বারাষ্ট্রমন্ত্রী


মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জের হরিরামপুরে মুক্তিযুদ্ধের ভাস্কর্যের শুভ উদ্বোধন করলেন স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) মানিকগঞ্জ জেলা পরিষদের আয়োজনে এবং হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সার্বিক ব্যবস্থাপনায় হরিরামপুর উপজেলার “মুক্তিযোদ্ধা চত্বরে” গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মানণীয় স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল (এমপি) মুক্তিযোদ্ধা ভাস্কর্যের “শুভ উদ্বোধন” করেন।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মাদ গোলাম আজাদ খান,পিপিএম-বার, পুলিশ সুপার মানিকগঞ্জ, মানিকগঞ্জ জেলার বীর মুক্তিযোদ্ধা, জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের সকল কর্মকর্তাসহ হরিরামপুর উপজেলার সর্বস্তরের জনগণ।


শিরোনাম