হরিরামপুরে বিয়ে পাগল ইউপি সদস্য সাদ্দাম এবার মহিলা ইউপি সদস্য নিয়ে উধাও

সংবাদ জমিন ডেস্কঃ
বিয়েপাগল হিসেবে পরিচিত ইউপি সদস্য সাদ্দাম হোসেন মোল্লা। এ পর্যন্ত দুটি বিয়ে করেছেন। দুটি বিয়েই আবার প্রেমের সম্পর্কে করা। প্রথম স্ত্রীকে দুই সন্তানসহ তালাক দিয়েছেন। দ্বিতীয় স্ত্রী প্রবাসে থাকেন। এরই মধ্যে আবার এক নারী ইউপি সদস্য যিনি দুই সন্তানের জননী তাকে নিয়ে উধাও হয়েছে।

তিন দিন ধরে তাদের পরিবারের স্বজন ও ইউপি চেয়ারম্যান খুঁজে পাচ্ছেন না। এ ঘটনায় স্ত্রী নিখোঁজের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন নারী ইউপি সদস্যের স্বামী।ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায়। তারা দুজনেই উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের সদস্য।

স্বামী ও দুই সন্তানকে ফেলে রেখে রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের নারী সদস্য (৩০) আরেক ইউপি সদস্য সাদ্দাম মোল্লার হাত ধরে উধাও হয়েছেন। তিন দিন ধরে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের ব্যক্তিগত মোবাইল ফোন নম্বরও বন্ধ রয়েছে।-সংগৃহীত

শিরোনাম