হরিরামপুরে পিয়াজচরে আ’লীগ নেতার তালা দেয়া মসজিদ খুলে দিল উপজেলা প্রশাসন

হরিরামপুর(মানিকগঞ্জ)প্রতিনিধিঃ
মানিকগঞ্জের হরিরামপুরের রামকৃষ্ণপুর ইউনিয়নের পিয়াজচরে আ’লীগ নেতার তালা দেয়া মসজিদ খুলে দিল উপজেলা মসজিদ।ফলে সমস্ত জল্পনার অবসান হয়েছে।

জানা গেছে,মসজিদ কমিটির নিকট হিসাব চাওয়া নিয়ে বাকবিতন্ডা পর আ’লীগ নেতার নেতৃত্বে মসজিদে তালা ঝুঁলিয়ে দেয়। এ নিয়ে তোলপাড় শুরু হলে বৃহস্পতিবার(১২ অক্টোবর)উপজেলা প্রশাসন মসজিদের তালা খুলে দেয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক দেওয়ান সাইদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান, ওসি সুমন কুমার আদিত্য, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ ও রামকৃষ্ণপুর পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা কামাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।এ দিকে মসজিদে তালা দেয়া আওয়ামীগ নেতার মোবাইল নম্বরে ফোন দিলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

শিরোনাম