হরিরামপুরে ঝিটকা হাঁটের নৌকা ব্যাবসায়ীরা বিপাকে

মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকার হাঁটে নৌকা বিক্রেতারা এখন বিপাকে। নৌকার বাজারে ক্রেতাশূণ্য কাটাতে হচ্ছে তাদের।এসব ব্যবসায়ীরা একটা লাভের আশায় এসব নৌকা তৈরি করতে তারা বিনিয়োগ করেছে বেশ টাকা। লোকসানের কবলে পরে ব্যবসায়ীরা এখন দিশেহারা।একাধিক ব্যবসায়ী জানান, গতবার লাভের অংক গুণলেও এবার গুণতে হবে লোকসানের অংক।

প্রতি বছর বর্ষার সময়ে উপজেলার ঝিটকা বাজারে হাজার হাজার নৌকা বিক্রি হলেও এবার পানি না বাড়ায় ক্রেতা শূণ্য হয়ে পরেছে নৌ-বাজার। শনিবার (৭ আগস্ট) ঝিটকা নৌকার হাটে সরেজমিনে সাংবাদিকরা সেখানে গেলে দেখা যায় প্রচুর পরিমানে নৌকা থাকলেও, নেই কোন ক্রেতা। এতে নৌকা নিয়ে বিপাকে পরেছে ব্যাবসায়ীরা তাতে কোন সন্দেহ নেই। ছবি-সংগৃহীত

শিরোনাম