হরিরামপুরে চিকিৎসাকেন্দ্রসহ বিভিন্ন স্থাপনা নদী গর্ভে বিলীন হচ্ছে

 

মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার দুর্গম এলাকার তিনটি ইউনিয়নবাসীর একমাত্র চিকিৎসাকেন্দ্র হচ্ছে আজিমনগর স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রটি এখন শুধুই স্মৃতি। শনিবার রাতে স্বাস্থ্যকেন্দ্রটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এর আগে চলতি মাসের শুরুতে উপজেলার সুতালড়ি ইউনিয়নের রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বিলীন হয়ে গেছে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, বসতবাড়ি ও ফসলিজমিসহ বিভিন্ন স্থাপনা বিলীনের আশঙ্কায় রয়েছে।

এলাকাবাসীদের অভিযোগ, নদীভাঙনে বিলীন হওয়ার আশঙ্কা স্বাস্থ্যকেন্দ্রটি রক্ষায় দাবি জানানো হলেও ব্যবস্থা নেওয়া হয়নি। এর আগে কর্তৃপক্ষ পদক্ষেপ না নেওয়ায় পাশের সূতালড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়টিও নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তাঁরা নদী ভাঙনরোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, স্বাস্থ্য কেন্দ্রেটির নদী ভাঙন থেকে রক্ষায় জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষকে জানানো হয়। জেলা পরিবারকল্যাণ অধিদপ্তরের উপপরিচালক মো. গোলাম নবী জানান, স্বাস্থ্য কেন্দ্রটি সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। এটি রক্ষায় পানি উন্নয়ন বোর্ডকে ইতিপূর্বেই জানানো হয়েছিল।

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন বলেন, বিস্তৃর্ণ চরাঞ্চলে নদীভাঙন রোধে ব্যবস্থা নিতে হলে বিপুল অর্থের প্রয়োজন। তাছাড়া তীব্র স্রোতের কারণে কাজও করা যায় না। এ ছাড়া ৬০ লাখ টাকা খরচ করেও ৫০ লাখ টাকা স্থাপনা রক্ষা করা যায়নি। ভবিষ্যতে চরাঞ্চলে স্থানান্তরযোগ্য স্থাপনা নির্মাণে পরামর্শ দেন তিনি।

শিরোনাম