হরিরামপুরে ক্ষমতাসীন দলের নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরের অভিযোগ

সংবাদ জমিন ডেস্কঃ
বালুমহালের ইজারাদার মো. আলমগীর হোসেনের নিকট চাঁদা দাবি, চাঁদা না দেয়ায় মারধর এবং অস্ত্র ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের ১০ নেতাকর্মীর বিরুদ্ধে। বুধবার হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ বালুমহালের ইজারাদার মো. আলমগীর হোসেন বাদী হয়ে হরিরামপুর থানায় তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযুক্ত নেতাকর্মীরা হলেন- উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. লুৎফর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. ফরিদ মোল্লা, ধুলশুরা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন দেলু, রিফাত চৌধুরী, রিতান মোল্লা, মো. সোহাগ, ইমারত হোসেন, সিদ্দিক হোসেন, রিপন মোল্লাসহ অজ্ঞাত আরও ১০/১৫ জন। পুলিশ জানায়,অভিযোগ পেয়েছি,তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

শিরোনাম