স্টাফ রিপোর্টার ঃঃ
মানিকগঞ্জের হরিরামপুরে করোনা উপসর্গ নিয়ে না ফেরার দেশে কাঞ্চনপুরের ইউপি চেয়ারম্যান ইউনুছ উদ্দিন গাজী। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। ঈদের পরে ঢাকার মহাখালী হাসপাতালে ভর্তি করা হয় তাকে। করোনার নমুনা সংগ্রহ করে পরীক্ষার কাজ চলছিল। কিন্তু তার আগেই রোববার (২৫ জুলাই) দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরপারে চলে যান। তার আকষ্কিক মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, এক কন্যা, দুই পুত্র ও আত্মীয়স্বজনসহসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার ( ২৬ জুলাই) নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।ছবি-সংগৃহীত