মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জের হরিরামপুরে আজিমনগর ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দু গ্রুপের ১৫ জন আহত হয়েছেন। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. বিল্লাল হোসেনের সমর্থক ১০ জন এবং স্বতন্ত্র প্রার্থী আরব আলীর ৫ জন সমর্থক রয়েছেন বলে জানা গেছে।
এদিকে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আরব আলীর সমর্থক ৫ জনেরই অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সবাইকে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নৌকার প্রার্থী মো. বিল্লাল হোসেন জানান, আমার সমর্থকেরা গতকাল দুপুরে নির্বাচনী প্রচার-প্রচারণা করার সময় পূর্ব-পরিকল্পিতভাবে প্রায় ৬০/৭০ জন বহিরাগত সন্ত্রাসী ভাড়া করে এনে আমার সমর্থকদের উপর অতর্কিত হামলা করে আরব আলীর সমর্থকেরা।
স্বতন্ত্র প্রার্থী আরব আলী উল্টো অভিযোগ করে জানান, আমার সমর্থকদের গত কয়েকদিন ধরেই বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে আসছিল বিল্লাল বাহিনী। গতকাল দুপুরের দিকে আমার সমর্থকেরা ভোটারদের বাড়ি বাড়ি নির্বাচনী প্রচারে গেলে পূর্ব-পরিকল্পনা অনুযায়ী হঠাৎ প্রায় ৪০/৫০ জন লোক লাঠসোটা নিয়ে অতর্কিত হামলা করে।
এ ব্যাপারে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এখনো পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।