হবিগঞ্জে ভাতিজা হত্যা করল চাচাকে

হবিগঞ্জ প্রতিনিধি ঃঃ
হবিগঞ্জের বানিয়াচংয়ে ভাতিজা খুন করল ওমান প্রবাসী চাচাকে। সোমবার সকালে উপজেলার যাত্রাপাশা গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, যাত্রাপাশা গ্রামের ইরফান উল্লার ছেলে সাহাবুদ্দিন জীবিকার প্রয়োজনে ওমানে কাজ করতেন। সম্প্রতি তিনি দেশে আসেন। সোমবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার ভাতিজা আনোয়ারের সাথে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে আনোয়ার উত্তেজিত হয়ে ফিকল এনে চাচার বুকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সাহাবুদ্দিন। গুরুতর আহত অবস্থায় তাকে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে মামলা হয়েছে। ঘটনার পর হতেই ঘাতক ভাতিজা আনোয়ার পলাতক রয়েছে।

শিরোনাম