হত্যা মামলার প্রধান আসামীকে কুপিয়ে হত্যা

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
বগুড়ার ধুনট উপজেলায় কৃষক রঞ্জু মিয়া হত্যা মামলার প্রধান আসামি সুলতান আলীকে (৪২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার শৈলমারী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুলতান আলী উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শৈলমারী গ্রামের আলতাব আলীর ছেলে। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুলতান আলী বুধবার সন্ধ্যার দিকে বাড়ি থেকে ৪০০ মিটার দূরে জলাশয়ের ভেতর কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করতে যায়। এ সময় দুর্বৃত্তরা তার ওপর আক্রমণ করে কুপিয়ে হত্যা করে। এ ব্যাপারে মামলা হয়েছে। পুলিশ বলছে,আসামীকে শনাক্ত করে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

শিরোনাম