স্বাস্থ্যখাতে দুর্নীতির প্রমাণ দিন : জাহিদ মালেক

 

স্টাফ রিপোর্টার ঃঃ
স্বাস্থ্য খাতে অনিয়ম-দুর্নীতির অভিযোগের বিষয়ে রীতিমতো চ্যালেঞ্জ করেছেন খোদ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি প্রশ্ন তুলে বলেছেন,স্বাস্থ্যখাতে দুর্নীতির প্রমাণ দিন। প্রমাণ ছাড়া কোন কিছু প্রকাশ করা মনে হয় মিডিয়া আইনের মধ্যে পড়ে না। সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরবে এটাই আমাদের প্রত্যাশা।

শনিবার দুপুরে করোনাযুদ্ধে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মাহমুদ মনোয়ারের প্রথম মৃত্যুবার্ষিকীতে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় স্বাস্থ্য খাতে নানা অনিয়ম ও দুর্নীতি নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রকাশিত গবেষণা প্রতিবেদনের কড়া সমালোচনা করেন মন্ত্রী।

শিরোনাম