চট্রগ্রাম প্রতিনিধি ঃঃ
সীতাকুণ্ডে স্ত্রী লাকী আক্তারের (৩০) গলায় ওড়না পেঁছিয়ে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আবদুল মান্নানের বিরুদ্ধে। গতকাল সকাল ১১টায় সীতাকুণ্ড পৌরসভার ৬নং ওয়ার্ড মহাদেবপুর তেলিপাড়াস্থ জসিম মঞ্জিলের তৃতীয় তলা থেকে লাকী আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনা পর থেকে স্বামী আবদুল মান্নান পলাতক রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মুরাদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৌদি প্রবাসী আবদুল মান্নানের সঙ্গে গত ৮ বছর আগে মিরসরাই উপজেলার মৃত শুক্কুর আহমেদের মেয়ে লাকী আক্তারের বিয়ে হয়। গত ১ বছর ধরে সীতাকুণ্ড পৌর সদরের ওই জসিম মঞ্জিলে তৃতীয় তলায় ভাড়া বাসায় রেখে বিদেশে অবস্থান করছিলেন লাকীর স্বামী। সম্প্রতি তিনি দেশে আসেন। এর কয়েকদিনের মাঝেই গতকাল সকালে ওই ভাড়া বাসা থেকে গলায় ওড়না পেঁছানো অবস্থায় স্ত্রী লাকী আক্তারের লাশ উদ্ধার করে সীতাকুণ্ড থানা পুলিশ।
সীতাকুণ্ড মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত লাকি আক্তার প্রবাসী মান্নানের দ্বিতীয় স্ত্রী।