স্বামীর হাতে আশুলিয়ার গার্মেন্টসকর্মী খুন,ঘাতক স্বামী পলাতক

সাভার প্রতিনিধিঃ
গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানার ইসলামপুর এলাকায় এক নারী পোশাক শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে ওই নারীর স্বামী পলাতক রয়েছেন। গতকাল দুপুর ১টার দিকে ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত সীতা বেগম (৩৫) ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার কাটাখালী গ্রামের সারোয়ার হোসেনের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ইসলামপুর এলাকায় স্বামী ও স্ত্রী পরিচয়ে স্থানীয় শামসুর রহমানের বাসা ভাড়া নেন সীতা বেগম। ওই বাড়িতে ভাড়ায় বসবাস করে আশুলিয়ার একটি পোশাক কারখানায় কাজ করতেন তিনি। মঙ্গলবার তার কক্ষ থেকে প্রচণ্ড দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়।পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।এ ব্যাপারে মামলা হয়েছে।

শিরোনাম