স্বামীর সামনে থেকে নববধূ ছিনতাই

সংবাদ জমিন, অনলাইন ডেস্ক ঃঃ
কোন অর্থ কিংবা স্বর্ণালংকার নয়, এবার নববধূ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ময়মনসিংহের নান্দাইলে স্বামীর সামনে থেকে নববধূকে তুলে নেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ দেড় ঘণ্টা পর একটি ধান ক্ষেত থেকে নববধূকে কাদামাখা অবস্থায় উদ্ধার করেছে। নববধূর অবস্থা গুরুতর খারাপ হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) দিনগত রাত পৌনে ১টার দিকে উপজেলার কিশোরগঞ্জ-ময়মনসিংহ সড়কের পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় দুই মাস আগে প্রেম করে বিয়ে করেন ওই দম্পতি। তবে প্রেমের বিয়ে মেনে নেয়নি তাদের পরিবার। এ অবস্থায় তারা নান্দাইলে একটি ভাড়া বাসায় বসবাস করে আসছেন। ঘটনার দিন রাতে তারা ওই বাসা ছেড়ে অন্য বাসায় ওঠার জন্য জিনিসপত্র নিয়ে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ সময় ঐ নববধূ ছিনতাই হয়ে যায়। পুলিশ অভিযান চালিয়ে নববধূকে উদ্ধার করেছে। নববধূ ও তার স্বামীকে উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আটক করা হয়েছে অটো রিকশা চালককে। এ ব্যাপারে মামলা হয়েছে।

শিরোনাম