গীতা সরকার ঃঃ
স্বাধীনতা আন্দোলনের উজ্জ্বল নক্ষত্র প্রীতিলতা। বৃটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম পথিকৃৎ,উজ্জ্বল দৃষ্টান্ত ও ইডেন মহিলা কলেজের ছাত্রী প্রীতিলতা ওয়াদ্দেদার।
বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার ১৯১১ সালের ৫ মে চট্টগ্রামের বর্তমান পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে জন্মগ্রহণ করেন। আজ তার শুভ জন্মদিন। তার ডাকনাম রানী এবং ছদ্মনাম ফুলতারা। তিনি বৃটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের প্রথম বিপ্লবী মহিলা বীরাঙ্গনা। তৎকালীন পূর্ব বাংলায় জন্ম নেয়া বাঙ্গালী বিপ্লবী সূর্যসেনের নেতৃত্বে তখনকার বৃটিশ বিরোধী সক্রিয় আন্দোলনে অংশ নেন এবং জীবন বিসর্জন দেন।
১৯৩২ সালে পাহাড়তলী ইউরোপীয়ান ক্লাব দখলের সময় তিনি ১৫ জনের একটি বিপ্লবী দল পরিচালনা করেন। পরে প্রীতিলতার দলটি ক্লাবটিকে আক্রমণ করলে পুলিশ তাদের আটক করেন। পুলিশের হাতে আক্রমণ এড়াতে প্রীতিলতা সায়ানাইড খেয়ে ২৩ সেপ্টেম্বর, ১৯৩২ সালে আত্মহুতি দেন।