স্বর্ণবার ডাকাতির ঘটনায় রিমান্ড শেষে ৫ পুলিশ কর্মকর্তা কারাগারে
ফেনী প্রতিনিধি ঃঃ
ফেনীতে মহাসড়কে গাড়ি থেকে ২০টি স্বর্ণবার ছিনিয়ে নেয়ার অভিযোগে দায়ের করা ডাকাতির মামলায় ১৬৪ ধারায় ফেনী ডিবি পুলিশের দুই গাড়ি চালকের সাক্ষ্য আদালতে রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার রাতে ফেনীর সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেনের আদালতে পুলিশের দুই গাড়ি চালক মঈনুল হোসেন ও আমজাদ হোসেন তুহিনের সাক্ষ্য রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই’র পরিদর্শক মোহাম্মদ শাহ আলম।
এদিকে, দুই দফায় ৬ দিনের রিমান্ড শেষে ডিবির বরখাস্ত ৫ পুলিশ কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মোতোহের হোসেন, উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান, উপ-পরিদর্শক (এসআই) নুরুল হক, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) অভিজিৎ বড়ুয়া ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাসুদ রানাকে মঙ্গলবার আদালতে তোলা হয়। ফেনীর সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন আসামীদের আদালতে প্রেরণের নির্দেশ দেন। রাতেই তাদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম।