স্বতন্ত্র প্রার্থীকে হুমকি দেয়ার অভিযোগে সেই স্বেচ্ছাসেবক লীগ নেতাকে শোকজ

কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকারের বিরুদ্ধে নির্বাচনি সভায় স্বতন্ত্র প্রার্থীকে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরে ওই স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেন কুমিল্লা-৪ এর নির্বাচনি অনুসন্ধান কমিটি এবং কুমিল্লার যুগ্ম জেলা ও দায়রা জজ মো. ইমাম হাসান।

জানা যায়,মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকালে দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়নের যুবলীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় আপনার দেয়া বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যাতে আপনি কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আবুল কালাম আজাদকে হুমকি দিয়ে বলেন, মোহাম্মদ ফখরুলের থাবা থেকে বাঁচার ক্ষমতা কারও নেই। রাজী মোহাম্মদ ফখরুল তো পরের বিষয়, তুই আগে আমরার থাবা থেকে বাঁচ। ওপেন চ্যালেঞ্জ দিলাম কমপিটিশন তো দূরের কথা জামানত থাকত না।’

শিরোনাম