স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর ফাঁস নিয়ে আত্মহত্যা

 

স্টাফ রিপোর্টার ঃঃ
রাজধানীর ডেমরার শারুলিয়া এলাকায় একটি বাসায় স্বামীর সঙ্গে স্ত্রীর কলহের জেরে এক পর্যায়ে স্ত্রীর সঙ্গে অভিমানে স্বামী সিয়াম (২২) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শুক্রবার (১৩ আগষ্ট) রাতে এ দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত দেড়টার তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী হীরা মনি জানান, আমরা এক বছর আগে প্রেম করে বিয়ে করি। আমি বিয়ের আগে লাইকি ভিডিও করতাম।

সেখান থেকে তার সাথে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরিবারিক বিষয় নিয়ে আমার সঙ্গে প্রায় সময় ঝগড়া হতো। রাতে খাবার খাওয়ার পর সে আমাকে ঘর থেকে বাইরে যেতে বলে ফাঁস নিয়ে আত্মহত্যা করে। এ ব্যাপারে মামলা হয়েছে।

 

শিরোনাম