স্ত্রীর পরকীয়া প্রেমের কারণে আত্মহত্যা করল স্বামী

 

নোয়াখালী প্রতিনিধি ঃঃ
নোয়াখালীর সুবর্ণচরের চর আমান উল্যাহ ইউনিয়নের মৃত লেদু মিয়ার ছেলে এনায়েত উল্লা (৫০) নামের এক ব্যক্তির গাছের সঙ্গে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এলাকাবাসী সূত্রে জানা যায়, এনায়েত উল্লাহ ১০ বছর বিদেশে থাকার পর ৫ মাস আগে দেশে আসেন। পরে জানতে পারেন তার বড় মেয়ের শ্বশুর কবির হোসেনের সঙ্গে নিজের স্ত্রীর পরকীয়ার বিষয়টি। গত রোববার রাতে তার স্ত্রীকে বেয়াই কবির ব্যাপারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পেলে এনায়েত উল্যাহ ও তার স্ত্রীর মধ্যে শুরু হয় পারিবারিক কলহ ও মনোমালিন্য। এ বিষয়টি সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন। চর জব্বর থানার ওসি জিয়াউল হক জানান, আত্মহত্যার বিষয়টি শুনেছি অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শিরোনাম