স্ত্রীর দায়ের কোপে প্রাণ গেল ঘুমন্ত স্বামীর,স্ত্রী ও কন্যা আটক

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
স্ত্রীর দায়ের কোপে প্রাণ গেল ঘুমন্ত স্বামী সাইফুল ইসলাম মণ্ডল (৫২) এর।ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সদর ইউনিয়নের মণ্ডলজানি গ্রামে। এ সময় পুলিশ স্ত্রী নাসিমা খাতুন ও তার মেয়ে স্বপ্না খাতুনকে আটক করেছে।

জানা গেছে, দ্বিতীয় বিয়ে নিয়ে বড় স্ত্রী নাসিমা খাতুনের সঙ্গে সাইফুল ইসলামের ঝগড়া-বিবাদ লেগেই থাকতো।ঝগড়ার জের ধরে শুক্রবার রাতে নাসিমা খাতুনের সঙ্গে তার স্বামী সাইফুল ইসলামের ঝগড়া হয়।আর এ ঝগড়ার জের ধরে স্ত্রী নাসিমা ঘুমন্ত স্বামী সাফুলের মাথায় কোপ মারে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে শনিবার সকালে তিনি পরপারে পারি জমান।এ ব্যাপারে মামলা হয়েছে।

শিরোনাম