স্টাফদের কর্ম বিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টারঃ
রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার দিবাগত মধ্যরাতের পর থেকেই বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এই রানিং স্টাফরা হলেন-গার্ড, ট্রেনচালক (লোকোমাস্টার), সহকারী চালক ও টিকিট পরিদর্শক (টিটিই)। তারা সাধারণত দীর্ঘ সময় ট্রেনে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির নির্বাহী সহসভাপতি সাইদুর রহমান বলেন, ‘সোমবার দিবাগত রাত ১২টা এক মিনিটে কর্মবিরতি শুরু হয়েছে। নতুন করে আর কোনো ট্রেন চলবে না।’

তবে যেসব ট্রেন রাত ১২টার আগে ছেড়ে গেছে, সেগুলো যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেবে বলে জানান তিনি।

শিরোনাম