সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ফেনী সদর উপজেলায় আগামী ২৯শে মে ভোট গ্রহণ হবে। ফেনীতে নির্বাচনী আচরণ বিধিকে পদে পদে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে প্রার্থী ও সরকার দলীয় জনপ্রতিনিধিরা। প্রচার-প্রচারণার সময় মাইকিং দুপুর থেকে শুরুর কথা থাকলেও স্বয়ং স্কুল বন্ধ করে উচ্চস্বরে মাইক বাজিয়ে চলছে নির্বাচনী সমাবেশ। এতে ক্ষমতাসীন দলের নেতাদের আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি নিয়ে নেতিবাচক মন্তব্য হচ্ছে সকল মহলে।
জানা যায়, ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের কেরনিয়া শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে স্কুল মাঠে প্যান্ডেল করে উচ্চস্বরে মাইক বাজিয়ে মহিলা সমাবেশে নির্বাচনী প্রচারণা চালান ফেনী সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শুসেন চন্দ্র শীল (দোয়াত-কলম), ভাইস চেয়ারম্যান প্রার্থী একে শহীদ খন্দকার (টিউবওয়েল) ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মুর্শিদা আক্তার (কলস)। প্রতিদিনের মতো ওই স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা সকালে স্কুলে আসেন। তখন স্থানীয় লেমুয়া ইউপি চেয়ারম্যান মোশাররফ উদ্দিন নাসিম ওই স্কুলের প্রধান শিক্ষক শিল্পী রানী ঘোষকে স্কুল বন্ধ করে ছুটি দিয়ে সকলকে বাড়ি চলে যেতে বলেন।কারণ স্কুলে নির্বাচনী সভা।