স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

নাটোর প্রতিনিধিঃ
নাটোরে হাইস্কুলপড়ুয়া এক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগে মামলার প্রধান অভিযুক্ত ছেলে ও অপর আসামি বাবাকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন নাটোর র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার সঞ্জয় কুমার সরকার।

এর আগে সোমবার বিকেলে নাটোর শহরের হড়িশপুর বাইপাস এলাকা থেকে আসামি ছেলে এবং বাবাকে গ্রেপ্তার ও অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- বাগাতিপাড়া উপজেলার মো.অন্তর আহম্মেদ (১৯) ও আসামির বাবা মো.আতাহার আলী (৪১)।

শিরোনাম