নিজস্ব প্রতিনিধিঃ
স্কাউটার মো : মানিক মিয়া স্কাউট শাখায় উডব্যাজ পার্চম্যান্ট অর্জন করেছেন। এখন থেকে তিনি আরো দক্ষতার সাথে স্কাউট ইউনিট পরিচালনা করতে সক্ষম হবেন এমনটা প্রত্যাশা বাংলাদেশ স্কাউটস প্রশিক্ষণ বিভাগসহ সকলের।গত ৭ জুলাই ২০২২ইং স্কাউটার মো. মানিক মিয়া স্কাউট ইউনিট লিডার, খোকা-খুকি আমিও পারবো ওপেন স্কাউট গ্রুপ, সিংগাইর, মানিকগঞ্জ -কে স্কাউট শাখায় উডব্যাজ মঞ্জুর করা হয়। তাঁর রেজিস্ট্রেশন নং-৩৭৭৭/২০২২।
গত ১৩ সেপ্টেম্বর, ২০২২ মঙ্গলবার সকাল ১১ টায় বাংলাদেশ স্কাউটস মানিকগঞ্জ জেলার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস, মানিকগঞ্জ জেলা সভাপতি ও মান্যবর জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ। অনুষ্ঠানে স্কাউট ও কাব শাখায় উডব্যাজ পার্সম্যান্ট অর্জনকারীদের স্কার্প ও বিট পরিয়ে সনদপত্র প্রদান করা হয়। অন্যান্যদর মধ্যে স্কাউট শাখায় মো:মানিক মিয়াকে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ স্কার্প,বিট পরিয়ে দেন ও সেইসাথে সনদপত্র প্রদান করেন।
উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা স্কাউটের সহ-সভাপতি ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দুর-রেশাহওয়াজ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও বাংলাদেশ স্কাউটস,মানিকগঞ্জ জেলা কমিশনার,সানোয়ারুল হক,তাপস কুমার অধিকারী (উডব্যাজার) কোষাধ্যক্ষ,বাংলাদেশ স্কাউটস,মানিকগঞ্জ জেলা,জিয়া উদ্দিন আহম্মেদ এলটি, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও ডিআরসি(উন্নয়ন), মো. বজলুর রহমান,বাংলাদেশ স্কাউটস মানিকগঞ্জ জেলা সম্পাদক ও প্রধান শিক্ষক হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়,সাটুরিয়া,মানিকগঞ্জ, মো.সিরাজুল ইসলাম এলটি, জেলা কাব লিডার ও সদস্য প্রশিক্ষণ উপকমিটি বাংলাদেশ স্কাউট ঢাকা অঞ্চল,খন্দকার সিরাজুম মনি চঞ্চল, সিএএলটি,জেলা স্কাউট লিডার, আব্দুল হক তালুকদার, এএলটি,সহকারী জেলা কমিশনার (অডিট ও আর্থিক ব্যবস্থাপনা), বাংলাদেশ সাবেক জাতীয় ক্রীড়াবিদ কারাতে ব্লাক বেল্ট (১ম ড্যান) হোল্ডার স্কাউটার মো.আলতাফ হোসেন (উডব্যাজার) স্কাউট ইউনিট লিডার সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপ, সিংগাইর ,মানিকগঞ্জ,জোহরা খাতুন উডব্যাজার, ইউআরসি প্রশিক্ষক,সিংগাইর, মানিকগঞ্জ, সৈয়দা নার্গিস আক্তার উডব্যাজার, উপজেলা শিক্ষা অফিসার (প্রাথমিক) সিংগাইর মানিকগঞ্জ, এছাড়ারও উপস্থিত ছিলেন জেলাধীন এলটি,সিএলটি, সিএএলটি,উডব্যাজার,স্কাউট লিডার, স্কাউটারসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।