সৌদি বসে ঢাকায় অবৈধ ভিওআইপি ব্যবসা, গ্রেপ্তার ১

সংবাদ জমিন, অনলাইন ডেস্ক ঃঃ
রাজধানীর লালমাটিয়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে অবৈধ ভিওআইপি ব্যবসার সরঞ্জামসহ শফিকুল ইসলাম (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত বিটিআরসির সহায়তায় র‌্যাব এই অভিযান চালায়। বাসাটি থেকে অবৈধ ভিওআইপির নানা সরঞ্জামসহ টেলিটকের অন্তত এক হাজার সিম জব্দ করা হয়েছে।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লালমাটিয়ার জাকির হোসেন রোডের ই-ব্লকের ওই বাসাটিতে অভিযান চালানো হয়। সেখান থেকে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি ব্যবসার সরঞ্জামসহ শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি ওই ফ্ল্যাটের কেয়ারটেকার।

এই অবৈধ ব্যবসার মূল হোতা আলী নামের একজন প্রবাসী। তার হয়ে দেশে শফিকুল এই অবৈধ ব্যবসার দেখভাল করতো।

শিরোনাম