সোহেল চৌধুরী হত্যার ঘটনায় ৯ আসামির মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ওরফে আব্দুল আজিজসহ ৯ আসামির সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দাবি করেছে রাষ্ট্রপক্ষ।

মঙ্গলবার (১৯ মার্চ) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর ভারপ্রাপ্ত বিচারক জেসমিন আরা বেগমের আদালতে যুক্তিতর্ক উপস্থাপনে এ শাস্তির দাবি জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী সাদিয়া আফরোজ শিল্পী। এরপর আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করে খালাসের দাবি জানান।

দুই পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত আগামী ৩ এপ্রিল ল’ পয়েন্টে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য সময় রেখেছেন।

শিরোনাম