সোহরাওয়ার্দী হাসপাতালে রোগীকে শ্লীলতাহানির অভিযোগ নিয়ে তোলপাড়

নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ১৮ বছর বয়সী ওই শিক্ষার্থীর চারদিন ধরে জ্বর থাকায় হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এ ঘটনায় হাসপাতালের এক মেডিকেল অফিসারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী। সূত্র জানায়, ওই ডাক্তার হাসপাতালের জুনিয়র মেডিকেল অফিসার হিসেবে কর্মরত।

মঙ্গলবার দুপুর ২টার দিকে হাসপাতালের পরিচালক বরাবর এই চিঠি দেন তিনি। ভুক্তভোগী ওই শিক্ষার্থীর বাবা গণমাধ্যমকে এ তথ্য জানান।

শিরোনাম