সোমানিয়ান জলদস্যুদের কবল থেকে এমভি আব্দুল্লাহ অবশেষে মুক্ত, অক্ষত ২৩ নাবিক

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
টানা ৩১ দিন সোমালিয়ার জলদস্যুদের হাতে ২৩ নাবিকসহ জিম্মি থাকা কেএসআরএম গ্রুপের মালিকানাধীন এসআর শিপিং-এর কয়লাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহ শনিবার দিবাগত রাত ৩টার দিকে অক্ষত অবস্থায় ছাড়া পেয়েছে। তবে মুক্তিপণ পাবার পর নাবিকসহ জাহাজটিকে ছেড়ে দেয়া হয়েছে বলে বিভিন্ন সূত্র অনুমান করছে।

অবশ্য জলদস্যুদের হাতে কী পরিমান টাকা দিয়ে নাবিকসহ জাহাজটিকে ছাড়িয়ে আনা হয়েছে,তা নিয়ে জাহাজ মালিক কর্তৃপক্ষ মুখ খুলতে নারাজ। একাধিক সূত্র মতে, প্রায় পাঁচ মিলিয়ন ইউএস ডলার অর্থ্যাৎ বাংলাদেশী মুদ্রায় প্রায় ৫৫ কোটি টাকার বিনিময়ে এমভি আব্দুল্লাহকে মুক্ত করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

শিরোনাম