সোনার বাংলার সোনার মেয়েরা ফুলেল শুভেচ্ছায় সিক্ত

সংবাদ জমিন রিপোর্টঃ
নেপালে নারী সাফ চ্যাম্পিয়নের ট্রফি নিয়ে বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫০ মিনিটে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে ইতিহাস গড়া বাংলাদেশ নারী ফুটবল দল। বিমান থেকে নামার পর তাদের গলায় ফুলের মালা ও উত্তরীয় দিয়ে স্বাগত জানানো হয়। ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন সাবিনা-সানজিদারা। সেই সঙ্গে ছাদখোলা বাসে চড়ে সংবর্ধনা পাওয়ার ইচ্ছেও পূরণ হয়।

বিমানবন্দরে তাদের ফুলেল সংবর্ধনা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তাসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। আর বিমানবন্দরের বাইরে থেকে বাফুফে পর্যন্ত রাস্তায় রাস্তায় দল-মত নির্বিশেষে হাজারো মানুষ উষ্ণ স্বাগত জানায় এই সোনার মেয়েদের ।

শিরোনাম