সেমিফাইনালে মেক্সিকো বনাম ফেবারিট ব্রাজিল

 

স্টাফ রিপোর্টার ঃঃ
অলিম্পিক ফুটবলের পুরুষ বিভাগে ফেবারিট ব্রাজিল সেমিফাইনালে উঠেছে। শনিবার কোয়ার্টার ফাইনালে তারা ১-০ গোলে মিশরকে পরাজিত করে শেষ চারে নাম লেখাতে সক্ষম হয়। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে ওঠা ব্রাজিলের হয়ে এ ম্যাচে গোলটি করেন ম্যাথিউস কুনহা। রিচার্লিসনের তৈরী করা সুযোগ থেকে গোলটি করেন কুনহা।

টোকিওর সাইতামা স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে ব্রাজিল খেলে ফেবারিটদের মতোই। ম্যাচের ৬৩% সময় বল দখলে ছিল ব্রাজিলের। অপর দিকে মিশর পুরো ম্যাচে মাত্র ৫টি শট নিতে সক্ষম হয়। এর মধ্যে দুটি ছিল পোস্টে, যা গোলরক্ষককে পরাস্ত করতে পারেনি। ব্রাজিল শট মেরেছিল ১২টি, যার মধ্যে ৫টি ছিল পোস্টে। তবে তারা একটির বেশী গোল করতে পারেনি। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হবে মেক্সিকো। মেক্সিকো অপর কোয়ার্টার ফাইনালে ৬-৩ গোলে দক্ষিণ কোরিয়াকে পরাজিত করে সেমিফাইনালে ওঠে।

শিরোনাম