সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ সর্বোচ্চ-১৬৬, বিএনপি-১৩৭ আসন পাবে
সংবাদ জমিন ডেস্কঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে ক্ষমতাসীন আওয়ামী লীগ সর্বোচ্চ ১৬৬ এবং বিএনপি সর্বোচ্চ ১৩৭টি আসন পেতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ অর্থনীতি সমিতি। বৃহস্পতিবার বাংলাদেশ অর্থনীতি সমিতি আয়োজিত এক সেমিনারে একটি গবেষণার প্রতিবেদন প্রকাশকালে এ তথ্য প্রকাশ করেন সমিতির সভাপতি ড. আবুল বারকাত।
গবেষণার প্রতিবেদন প্রকাশ করে ড. বারকাত বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সব দল, প্রার্থী ও ভোটারের জন্য নির্বাচনী মাঠ সমান হলে ৩০০ আসনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ ১৪৮ থেকে ১৬৬টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ১১৯ থেকে ১৩৭টি এবং অন্যান্য দল ১৫টি আসন পেতে পারে। তিনি বলেন, দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ১৫৫টি আসনের ভাগ্য মোটামুটি নির্ধারিত। এগুলো দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর ভিত্তি আসন। এই ১৫৫টি ভিত্তি আসনের মধ্যে ৭০টি পেতে পারে আওয়ামী লীগ, ৭০টি বিএনপি এবং বাকি ১৫টি জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী, এলডিপি ও বিজেপি পেতে পারে।