মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জ সদর উপজেলার ভুলজয়রা, নারাঙ্গাই ও জয়রাবাসী তিক্তঅভিজ্ঞতায় মোঃ আনোয়ার হোসেন ওরফে সুমনের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয়রা। জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি হওয়ার সুবাদে সুমন যে কোন বিষয়ে অগ্নিমূর্তি ধারণ করা যেন রীতিমত তার অভ্যাসে পরিনত হয়েছে।এলাকাবাসীকে কথায় কথায় হুমকি দেয়া,পুলিশী হয়রানি করার ফলে মানুষ সদা আতংক। সে যাকে-তাকে বলে,আমি ডিসি অফিসের অফিসার আমার কিছুই হবে না,কারণ ডিসি আমার পক্ষে।
অভিযোগে আরো জানা গেছে, পৌরসভার অবকাঠামো উন্নয়ন কাজের লক্ষে (ঢাকা-আরিচা মহাসড়কের) জাহাঙ্গীর টাওয়ার হতে উচুঁটিয়া খালপাড় পর্যন্ত রাস্তা নির্মাণের বিষয়ে আর্ধপাকা স্থাপনা অপসারণের জন্য সর্বমহলের জনগণ ও কাউন্সিলরবৃন্দ ভূমির মালিকগণের উপস্থিতিতে ভূমি পরিমাপ করে ৮ ফুট জায়গা খুটি স্থাপন করে। সুমনদের বাড়ির দক্ষিণ অংশের জমির মালিকসহ প্রায় সবাই পৌরসভার নির্ধারিত মাপেই ওয়াল নির্মাণ করে এবং আর্ধপাকা স্থাপনা অপসারণ করেন। অভিযোগ উঠেছে, সুমন গং রাস্তার কাজে বাধা দিতে থাকে। সুমন ও তার মা উদ্দেশ্য প্রণোদিতভাবে এলাকার নিরপরাধ একাধিক মিথ্যা মামলা দিয়ে পুলিশী হয়রানি করেন। পুলিশের নিরপেক্ষ তদন্তে মামলাটি মিথ্যা প্রমাণিত হয়। উল্লেখ্য, মোঃ আনোয়ার হোসেন সুমন ও তার মা নিজ জমি ছাড়াও রাস্তার জমি আটকিয়ে এলাকাতে জনদুর্ভোগ সৃষ্টি করছে, যাহা এলাকাতে এ্যাম্বুলেন্স, ফায়ারসার্ভিস ও পুলিশ টহলের গাড়ি প্রবেশের অসুবিধা হচ্ছে। এলাকায় সার্বিক উন্নয়নের স্বার্থে জেলা প্রশাসকের অফিস হতে সার্ভেয়ার দিয়ে পরিমাপের জন্য অনুরোধ জানান ভুক্তভোগী এলাকার জনগণ।