সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের ওপরে হামলার ঘটনায় বিভিন্ন মহলের উদ্বেগ

স্টাফ রিপোর্টারঃ
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বেসরকারি টিভি চ্যানেল এটিএন নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক জাবেদ আখতারসহ অন্তত তিন সাংবাদিক হামলার শিকার হয়েছেন। গতকাল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক জাবেদ আখতারকে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আইন, বিচার ও মানবাধিকারবিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ), রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র‌্যাক) ও সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম (এসআরএফ)। জাবেদ আখতার বেসরকারি টিভি চ্যানেল এটিএন নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক ও ল’ রিপোর্টার্স ফোরামের প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকরা ব্রিফিং বর্জন করে হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে ব্রিফিংস্থলে বসে অবস্থান কর্মসূচি পালন করেন।

শিরোনাম