সুপ্রিম কোর্টে ভাঙচুরের ঘটনায় বিএনপি’র ১৮ আইনজীবীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধিঃ
সুপ্রিম কোর্ট বারের সভাপতি মোমতাজ উদ্দিন ফকির ও সম্পাদক এডভোকেট আব্দুন নূর দুলালের কক্ষ ভাঙচুরের ঘটনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ১৮ আইনজীবীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহকারী সুপারিনটেনডেন্ট মো. রফিক উল্লাহ বাদী হয়ে শাহবাগ থানায় এ মামলা দায়ের করেন। মামলায় যাদের আসামি করা হয়-

আইনজীবী মো. কায়সার কামাল, এএম মাহবুব উদ্দিন খোকন, রুহুল কুদ্দস কাজল, গাজী কামরুল ইসলাম সজল, কাজী মোস্তাফিজুর রহমান আহাদ, নূরে আলম সিদ্দিকী সোহাগ, মো. কাইয়ুম, মো. সাগর হোসেন, মো. রেজাউল করিম রেজা, মো. উজ্জ্বল হোসেন, মাহবুবুর রহমান খান, মো. রবিউল আলম সৈকত, নজরুল ইসলাম ছোটন, রেদোয়ান আহমেদ রানজিব, মো. মাহমুদ হাসান, মো. কামাল হোসেন, মো. আনিসুর রহমান (রায়হান), খালেদ মাহমুদুর রহমান আদনান।

শিরোনাম