সুন্নতে খতনা নিয়ে মানুষ আতংকিত : সংসদে হানিফ

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
সুন্নতে খতনা করতে গিয়ে দুই শিশুর মৃত্যুর ঘটনা নিয়ে অনেকে শঙ্কিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ।

তিনি বলেছেন, যেসব শিশুর পরিবারের খতনার বিষয় আছে তারা শঙ্কিত। এই যে চিকিৎসকদের কোনো গাফিলতির কারণে এই দুটি শিশুর প্রাণ হারাল, সেটা নিয়ে অনেকে শঙ্কিত আছে। এটা কেন হয়েছে, এটা নিয়ে জাতি অবাক হলেও আমি বিস্মিত হইনি।’ রোববার সংসদের বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে হানিফ এ কথা বলেন।

শিরোনাম