সুনামগঞ্জে কাঁঠালের দরকষাকষি নিয়ে সংঘর্ঘে নিহত-৪

সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় মসজিদে দানকৃত একটি কাঁঠাল নিলামে তোলা ও দাম হাঁকানো নিয়ে দুপক্ষের সংঘর্ষে আরো একজন মারা গেছেন। নিহতের নাম মুখলেছুর রহমান (৬০)। তিনি হাসনাবাদ গ্রামের মৃত আজির মোহাম্মদের পুত্র। সোমবার সকালে আহত হয়ে প্রাথমিক চিকিৎসা শেষে গ্রেপ্তারের ভয়ে আত্মগোপনে ছিলেন তিনি। সোমবার রাতে আত্মীয়ের বাড়িতে মারা যান তিনি।

এর আগে সোমবার সংঘর্ষে আরো ৩ জন নিহত হন। এসময় উভয়পক্ষের আরও ৪০ জন আহত হয়েছেন। সোমবার (১০ জুলাই) বেলা ১১টায় উপজেলার জয়কলস ইউনিয়নের হাসনাবাদ গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়,ঘটনার সাথে জড়িতদরে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

শিরোনাম