সুদের টাকা লেনদেন নিয়ে মহিলাকে পুড়িয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের মাঠ থেকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার হওয়া লাশটি স্বপ্না আক্তার জেসমিনের (৩২)। সুদের টাকা লেনদেনের জেরে তাকে হত্যার পর আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার চারজনের মধ্যে একজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দির বরাত দিয়ে পুলিশ এ তথ্য জানিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

শিরোনাম