সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
চট্টগ্রাম বন্দরে চীন থেকে মেশিনের সুতা আর ববিনের নামে আনা দুই কন্টেইনার দামী তরল মদ জব্দ করা হয়েছে। আইপি (ইম্পোর্ট পারমিশন) জালিয়াতি করে বন্দর থেকে ছাড়িয়ে নিলেও নারায়ণগঞ্জে গিয়ে এসব মদ জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস হাউসের কর্মকর্তারা।
গত শুক্রবার ভোররাতে বিশেষ অভিযান চালিয়ে এ মদের চালান জব্দ করা হয়। জানা গেছে, আইপি জালিয়াতি করে মদ ভর্তি দুইটি কন্টেইনার চট্টগ্রাম বন্দর হতে খালাস হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম কাস্টমস হাউসের এআইআর টিম, আনস্টাফিং, স্ক্যানিং ও গেট ডিভিশনের সার্বিক প্রচেষ্টায় এবং র্যাব ও গোয়েন্দা সংস্থার সহায়তায় গতকাল সারারাত অভিযান শেষে চট্টগ্রাম বন্দর হতে বের হয়ে যাওয়া চালান দুটি নারায়ণগঞ্জ হতে আটক করা হয়। আইপি জালিয়াতি করে কুমিল্লা ও ঈশ্বরদী ইপিজেড এর দুটি প্রতিষ্ঠানের নাম অপব্যবহার করে মেশিনারি ও ববিনের চালান দুটি খালাস করা হয়।